রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

পবিত্র রমজান মাস শুরু হতে আর বেশি দেরি নাই। আগামী ২৪ বা ২৫ এপ্রিল থেকে শুরু হবে মুসলিমদের সিয়াম সাধনার মাস। তাই এ মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে।

আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পুরো রমজান মাসে সকল অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে।

এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনগণের স্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ করবে। এ ছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সর্বোচ্চ আদালত।

এমএম /পাবলিকভয়েস

মন্তব্য করুন