শেখ হাসিনার সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ত্রিসভার বৈঠক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সীমিত পরিসরে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার নিয়মিত বৈঠক । করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হলো এই বৈঠক

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা টেবিলে বসেন। প্রত্যেকের মুখে মাস্কও ছিল। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ কয়েকজন সচিবকেও মাস্ক পরিহিত অবস্থায় ভিন্ন টেবিলে বসেছিলেন।

করোনার সংক্রমণ ঠেকাতে এদিন বৈঠকে সব মন্ত্রী উপস্থিত ছিলেন না। শুধু যাদের বিভিন্ন এজন্ডা আছে তারাই ছিলেন।

এর আগে মন্ত্রীসভার সর্বশেষ বৈঠক বসে গত ১৬ মার্চ। পরবর্তীতে ২২ ও ৩০ মার্চ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন