করোনা : বাংলাদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ মৃত্যু ১

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮ জন এবং ২৪ ঘন্টায় মারা গেছে ১ জন।

এ নিয়ে বাংলাদেশে মোট রোগীর সংখ্যা দাড়িয়য়েছে ৮৮ এবং মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৯ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে আয়োজিত ওইব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে মোট ৩৩ জন বাড়ি ফিরলেন।

প্রসঙ্গত : মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুসারে গত ডিসেম্বরে চীনের উহান শহরে উপস্থিত হওয়ার পর থেকে করোনাভাইরাস উপন্যাসটি কমপক্ষে ১৮১ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ তথ্যমতে দেখা গেছে, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬১,০০০ এর বেশি এবং আক্রান্তের সংখ্যা ১ মিলিয়নেরও বেশি (১১ লক্ষ) এবং ২ ২,৩৭,০০০ জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন।

মন্তব্য করুন