হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা না দিলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

দেশে চলমান সংকটের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বার থেকে রোগীরা সেবা না পেয়ে ফিরে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের ঠিকভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। অনেক ক্লিনিক ও চেম্বার বন্ধ আছে। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে তাদের পিছপা হওয়াটা যুক্তিসঙ্গত নয়।চিকিৎসকদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্লিনিক ও চেম্বার বন্ধ আছে যে তা কিন্তু সরকার লক্ষ্য রাখছে। তাই বলবো মানুষকে সেবা দিন। নয়তো পরবর্তীতে যেকেনো ব্যবস্থা গ্রহণ করতে সরকার পিছপা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে কোভিড-১৯ রোগীদের জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। আরো বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সেগুলোতেও রোগী ভর্তি করানো হবে।

দেশে করোনা টেস্ট সেন্টার বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন ঢাকায় আইইডিসিআর ছাড়াও আইপিএইচ, আইসিডিডিআরবি, আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি, শিশু হাসপাতাল, বিএসএমএমইউ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট শুরু হয়েছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা জরুরি। পরীক্ষা করলে নিজে নিরাপদ থাকার পাশাপাশি পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবেন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন