
শাহনূর শাহীন, পাবলিক ভয়েস, লাইভ থেকে: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৃষ্ট বিপর্যয়ের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২৫ মার্চ) সন্ধা সোয়া ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লাইভে জাতির উদ্দেশ্যে ভাষণে আসেন শেখ হাসিনা।
ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, করোনাভাইরাস যতোটা দ্রুত ছড়ায় ততোটা প্রাণঘাতী নয়। কোয়ারেন্টিনের মাধ্যমেই এর অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন। তবেক বয়স্ক এবং পূর্ব থেকে অন্যন্য জটিল রোগে আক্রান্তরা গুরুতর অবস্থায় পৌঁছেন।
এসময় মুসুল্লিদেরকে ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুসলমান ভাইরা ঘরে নামাজ পড়ার চেষ্টা করুন। অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ করছি।
প্রসঙ্গ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উপলক্ষে ও করোনাভাইরাস ‘কোভিড-১৯’- এর সার্বিক পরিস্থিতি নিয়ে গণভবনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এসএস

