বাংলাদেশে যুবকরাই বেশি আক্রান্ত হচ্ছে

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০

বিশ্বজুড়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই এর সংখ্যা দাড়িয়েছে প্রায় ৩ লাখ ৮৬০০ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রায় ৯৫ হাজার ৮৩০ জন। বাংলাদেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে যুবকদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

আক্রান্ত রোগীর মধ্যে ২০ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা মোট ১৮ জন। ১ থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ২ জন।

সোমবার নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, আক্রান্তদের দুইভাগই পুরুষ আর একভাগ নারী।

পরিসংখ্যান অনুযায়ী বয়সভেদে আক্রান্তের সংখ্যা নিচে তুলে ধরা হয়েছে:
১ থেকে ১০ বছরের মধ্যে ২ জন।
১০ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।
২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন।
৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন।
৪১ থেকে ৫১ বছরের মধ্যে ৫ জন।
৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন।
৬০ থেকে ৭০ এর ওপরে ৬ জন।

উল্ল্যেখ্য, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। এদের মধ্যে একজন চিকিৎসক ও দুইজন নার্স আছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

এছাড়া ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, চিকিৎসা নিচ্ছেন ২৫ জন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন