এপ্রিলে ভয়াবহ রূপ নেবে করোনাঃ মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

রোববার দুপুরে রাজধানীর নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায়, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশে এপ্রিলের শুরুতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এসময় মেয়র বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের অবাধ বিচরণের ফলে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবাসীদের অবাধ বিচরণের সুযোগ দেওয়া মারাত্মক ভুল ছিল। এপ্রিলের শুরুতে দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাস যেন আর ছড়িয়ে পড়তে না পারে তাই আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাদের নজরদারিতে রাখতে হবে। এ জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কার্যকর ভূমিকা পালন করতে পারে।

মেয়র খোকন আরও বলেন, সাধারণ রোগীরা যেন হাসপতালগুলোতে চিকিৎসা সেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে তারা যেন সংক্রমিত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ জন্য হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত।

/এমএম

মন্তব্য করুন