মজুদ করবেন না, দেশে সবকিছু পর্যাপ্ত রয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

দেশে সবকিছুর পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কিত হয়ে খাদ্যশস্যসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্র জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ আতঙ্কিত হচ্ছে… তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করছে এবং তাদের বাড়িতে মজুদ করছে… আমি পরিষ্কার করে বলতে চাই, খাদ্য সামগ্রীতে (মজুদে) আমাদের কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, শুধু সরকারি গোডাউনগুলোতে ১৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। সাড়ে তিন লাখ মেট্রিক টন গমের মজুদও রয়েছে। এসব ছাড়াও ব্যক্তিগত রাইস মিলারদের কাছে এবং বড় বড় কৃষকদের কাছেও ব্যাপক পরিমাণে মজুদ রয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘কৃষকরা তাদের খাদ্যশস্য উৎপাদন করেন… মাঠে পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি উৎপাদিত হচ্ছে… আমাদের লবণেরও পর্যাপ্ত মজুদ রয়েছে। সুতরাং আতঙ্কিত হবেন না… আপনাদের যা প্রয়োজন শুধু তাই সংগ্রহ করুন। আপনারা বাজারের ওপর চাপ সৃষ্টি করলে দাম বেড়ে যেতে পারে।’

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমি অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। বর্তমান রিজার্ভ দিয়ে আগামী এক বছরের জন্য খাদ্য ক্রয়ের সক্ষমতা রয়েছে আমাদের, তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই।’

সরকার বাজার পর্যবেক্ষণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আতঙ্কে বাজার বা মজুদ পণ্যের ওপর চাপ সৃষ্টি করা কারও জন্য বুদ্ধিমানের কাজ নয়। সম্প্রতি বিদেশফেরতদের স্বাস্থ্যবিধি ও কঠোরভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দয়া করে, এখানে সেখানে যাবেন না… আপনারা অন্যের জীবনকে বিপদে ফেলবেন না।’

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার মাঝেই শনিবার তিন সংসদীয় আসন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪-এ উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। এই তিন আসনে ভোটার রয়েছেন ১০ লাখের বেশি।

সকাল ৯টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে প্রচলিত ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন