বাংলাদেশকে লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনাভাইরাস

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বাংলাদেশকে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনেকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা।

ইতালিতে এই প্রথম এক বাংলাদেশির মৃত্যু, প্রতিদিন ভাঙছে রেকর্ড

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানা, জরুরি গণ স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এল সাক্কা হাম্মান, সিডিসিপি’র যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. মাইকেল ফ্রিডম্যান, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহসহ বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসে আরো ১জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

এর এক সংবাদ সম্মেলনে আরো একজন বাংলাদেশির মৃত্যুর খবার জানান। এসময় তিনি দেশকে যুদ্ধাবস্থার সাথে তুলনা করেন। তিনি বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় রয়েছি। যুদ্ধাবস্থায় থাকলে সব সিস্টেম বজায় রেখে চলা যায় না। আমাদের সবার নিরাপত্তা দরকার আছে, কিন্তু দেশের তাগিদে আমাদের কাজ করতে হয়।

লকডাউনে নিউইয়র্কসহ মার্কিন ৫ রাজ্য: নিহত ২৫০, আক্রান্ত ১৯৩০০

জুমআ’র নামাজে কান্নায় ভেঙে পড়েন নববীর ইমাম শায়েখ আহমেদ (ভিডিও)

/এসএস

মন্তব্য করুন