
দেশের এমন সংকটময় মুহূর্তে সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল আয়োজন থেকে বিরত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে। তারপরও যদি কেউ এ নির্দেশ অমান্য করে তাহলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, গণজমায়েত এড়িয়ে চলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর দিক-নির্দেশনা দিয়েছেন।
এদিকে, সরকারের পক্ষ থেকে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিলেও অনেক মানুষই তা মানছেন না। কেউ যাচ্ছেন বিভিন্ন স্থানে বেড়াতে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডাতে, আবার অনেকে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছেন। ওই ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, হার্টজনিত সমস্যা, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে রাখা হয়। সেখানেই আজ বুধবার তিনি মারা যান।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। তারা একই পরিবারের সদস্য। আক্রান্ত ইতালি ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। তবে আগেই তিনজন সুস্থ হয়েছেন। এর আগে গতকাল বুধবার একজন মারা যাওয়ার কথা জানায় আইইডিসিআর।
মাহিন মুহসিন/পাবলিকভয়েস

