
দেশে নতুন করে তিনজন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। তারা একই পরিবারের সদস্য। আক্রান্ত ইতালি ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। তবে আগেই তিনজন সুস্থ হয়েছেন। এর আগে গতকাল বুধবার একজন মারা যাওয়ার কথা জানায় আইইডিসিআর।
এমএম/পাবলিকভয়েস

