
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক বৃক্তি মৃত্যু হয়েছে। বাংলাদেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ।
আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিংয়ে আইসিডিডিআরবি এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন। এছাড়া নতুন চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ্য করেছেন।
৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।
এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান। পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু’জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।
আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃত্যের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। বিশ্বের প্রায় ১৬০টিরও বেশি দেশে পৌনে ২ লক্ষাধিক লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮০ হাজার করোনা রোগী।
শেষ খবর (আজ বুধবার) পাওয়া পর্যন্ত বাংলাদেশে এ ভাইরাসে মোট ১৪জন আক্রান্ত হয়েছে। সরকারিভাবে গত সোমবার (১৬ মার্চ) বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের সভা-সমাবেশ, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এর আগেই মুজিববর্ষের যাবতীয় জাতীয় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে সরকার।
/এসএস

