
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তরুণরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি।
মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যারা জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিলো রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের নাম মুছে যাবে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা আজ নতুন করে শপথ নিচ্ছি- উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পরে পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। এরপর, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও সর্বস্তরের মানুষ সেখানে ফুল দেন।
কিছুক্ষণের মধ্যে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। প্রধনমন্ত্রী ও রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন এবং দোয়া মুনাজাতে অংশ নিবেন।
সংশ্লিষ্ট খবর: টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী; ঢাকায় ১০০ কোরআন খতম
/এসএস

