সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ আইইডিসিআর’র

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

দেশের সব ধরনের সমাবেশ বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, অত্যাবশ্যকীয় নয়, এমন সব সমাবেশ বন্ধ রাখুন। আমরা আগে নিরুৎসাহিত করেছি। এখন আমরা বলছি যেকোনো ধরনের সমাবেশ আপনারা বন্ধ রাখুন। যেখানে গণজমায়েত হতে পরে বা যেখানে অপরিচিত মানুষের সমাবেশ হতে পারে সেখানে যাওয়া বন্ধ রাখুন।

আইইডিসিআর পরিচালক বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত তিন জনই একই পরিবারের। তাদের মধ্যে দুজনই শিশু। এর আগে পাঁচজন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

এমএম/

মন্তব্য করুন