মুজিববর্ষে ফুটবে ভারত থেকে আনা ৭ টন আতশবাজি

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

মুজিববর্ষ পালন করতে ভারত থেকে সাত টন আতশবাজি আমদানি করা হয়েছে। ১৪ মার্চ, শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুটি ট্রাকে করে ওই বাজি বেনাপোল বন্দরে প্রবেশ করে।রবিবার সকালে (১৫ মার্চ) ভারতীয় ট্রাক থেকে বাজিগুলো খালাশের পর বাংলাদেশি দুটি ট্রাক বাজিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

ভারত থেকে আনা বাজিগুলো ছাড় করেন সিঅ্যান্ডএফ এজেন্ট সারতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মতিয়ার রহমান জানান, সরকারিভাবে মুজিববর্ষ পালনে এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। বাজির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লিমিটেড। ভারতীয় রপ্তা্নিকারক প্রতিষ্ঠান সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা মুজিববর্ষ পালনে সাত টন বাজি আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে বাজি বোঝাই দু’টি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এমএম/

মন্তব্য করুন