
চীনের উহান শহর থেকে সারা বিশ্ববাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট ব্যাধি কোভিড-১৯। বর্তমানে এই মহামারির কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মত দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়েছে রহস্যময় এই ভাইরাস।
এমন পরিস্থিতিতে কোভিড-১৯ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার জন্য উপযুক্ত কর্মকৌশল ঠিক করতে আজ (১৫ মার্চ) বিকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে পাওয়া তথ্য মতে জানা গেছে, এই ভিডিও কনফারেন্স হবে আজ (রোববার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনাভাইরাসের মহামারি প্রাদুর্ভাব থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে।
শুক্রবার (১৩ মার্চ) এক টুইটার বার্তায় করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার এই আহ্বান জানান তিনি।মোদীর এই আহ্বানে একমাত্র পাকিস্তান ছাড়া সার্কভুক্ত অন্য সব দেশের নেতারা সাড়া দেন।
পরে শনিবার (১৪ মার্চ) পাকিস্তানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী ইমরান খান নয়, পাকিস্তানের পক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বের এই নাজুক পরিস্থিতির মাঝেও ইমরানের এই অপকূটনৈতিক আচরণ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়।
প্রসঙ্গত, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে অন্তত ১২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এরইমধ্যে প্রায় সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে।
এমএম/পাবলিকভয়েস

