ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটর সাইকেল শোডাউন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী।

আনোয়ার হুসাইন(স্টাফ রিপোর্টার)
১৮ নভেম্বর মঙ্গলবার সকালে মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকায় এই শোডাউন করেন নেতাকর্মীরা।
শোডাউনটি গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
এসময় গফরগাঁও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুষ্ঠু একটি নির্বাচন ও আগামীতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ব্যবস্থা করবেন। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও রাহাজানি বাদ দিয়ে সকলে মিলে ইনসাফভিত্তিক দেশ গড়ে তুলব। এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলার সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহদী হাসান, মুফতি আব্দুস সবুর, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, যুব মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী সহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।

