সুনামগঞ্জের ডিসি এসপিসহ ১২ জনের বিরুদ্ধে রুল

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের যাদুকাটা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ সংক্রান্ত আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

ব্যারিস্টার উজ্জল হোসেন জানান, চলতি বছরের ১৯ আগস্ট বালু উত্তোলন বন্ধে একটি রায় দেন হাইকোর্ট।  কিন্তু তারা (বিবাদী) হাইকোর্টের আদেশ মানেননি। যথাযথ ব্যবস্থা নেননি। এ কারণে বাদী একটি আবেদন করেছেন। আদালত ১২ জনের বিরুদ্ধে রুল দিয়েছেন।

আদালত অবমাননার আবেদনটি করেন ওই এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম। ১২ বিবাদী হলেন, ডিসি ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, এসপি তোফায়েল আহাম্মেদ, এডিসি সমর কুমার পাল, আরডিসি মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার প্রণয় রায়, তাহিরপুরের এসিল্যান্ড মো.শাহরুখ আলম শান্তুনু, বিশ্বম্ভরপুর এসিল্যান্ড (অতিরিক্ত দায়িত্ব) মেরিনা দেবনাথ, তাহিরপুরের ওসি দেলোয়ার হোসেন ও বিশ্বম্ভরপুরের ওসি মো.মোখলেসুর রহমান।

মন্তব্য করুন