নান্দাইল উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
আজ ১৮ নভেন্বর রোজ মঙ্গলবার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে সকাল ১১ টার সময় বিকেন্দ্রীকৃত,পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা জান্নাত। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালত শক্তিশালীকরণ। গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন আইনগত দিক নির্দেশনা করনীয় এবং নিয়মকানুন সম্পর্কে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এছাড়াও উপজেলা সমন্বয়কারী মোঃ আবু কাজেম গ্রাম আদালতে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন ফরম,নমুনা রেজিস্টার,প্রতিবেদন প্রস্তুতকরণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং ডিএমআইই পদ্ধতি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ,উপজেলা ও জেলার দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। উপজেলা সমন্বয়কারী মোঃ ফিরোজ জুয়েল ইউপি চেয়ারম্যান,ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদেও দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ।

