আজ রাত থেকে বন্ধ হবে ইউরোপে যাতায়াত

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০

ইউরোপসহ যে দেশগুলোতে অস্বাভাবিক হারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সে দেশগুলোর সঙ্গে আজ (রোববার, ১৬ মার্চ) দিনগত রাত ১২টার পর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল যাত্রীবাহী বিমান আসা-যাওয়া বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশি সহ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। সেই সাথে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উক্ত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ আমাদের দেশ থেকে যাতায়াত বন্ধ করেছে আমরা তাদের জন্য একই ব্যবস্থা নিয়েছি। দেশগুলোর মধ্যে নেপাল, সৌদি আরব, কাতার, কুয়েতসহ অন্য দেশ রয়েছে। কেবল যুক্তরাজ্য থেকে যাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন।

এমএম/

মন্তব্য করুন