

পাবলিক ভয়েস: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন। এই সমস্যা এখন আর বাংলাদেশের একার নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। আমরা সকলে মিলেই এই সমস্যার সমাধান করব।’
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী সিলেট হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন।
এর আগে বেলা দেড়টায় তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। পরে বিমান বন্দরের অভ্যন্তরে তাঁকে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ভারত সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে সেখানে যাবার আমন্ত্রণ জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর ভারত সরকারই প্রথম অভিনন্দন জানিয়েছেন। ভারতের সঙ্গে প্রথমে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। পরে আমরা তাদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করব।’
দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলতে চাই।’
এ সময় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান। কারণ আমি সিলেটের সন্তান হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি।’
তিনি প্রয়াত আব্দুস সামাদ আজাদ ও হুমায়ুন রশিদ চৌধুরীর কথা স্মরণ করে বলেন, ‘তারা সিলেটের মানুষ হয়ে দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের যে সুনাম রয়েছে এবং তারা যেভাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আমি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’