করোনা মোকাবেলায় ভারতকে সহযোগিতা করবে পাকিস্তান

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় ভারতে সহযোগিতা করবে পাকিস্তান। শুক্রবার এমন আভাস দিয়েছেন পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আইশা ফারুকি।

 করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেনকরোনার চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে পাকিস্তান।

শুক্রবার নিজ দফতরে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন যখন নজিরহীনভাবে তুঙ্গে বিরাজ করছে তখন নয়াদিল্লির প্রতি সহযোগিতার এ আভাস দিল ইসলামাবাদ। গত বছরের ফেব্রুয়ারিতে পরমাণু শক্তিধর দেশদুটি পরস্পরের ওপর বিমান হামলা চালানোর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন তুঙ্গে পৌঁছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা একতরফাভাবে নয়াদিল্লি সরকার প্রত্যাহারের মধ্য দিয়ে এ উত্তেজনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়।

তবে, পাকিস্তান ও ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও দুই অঙ্কে সীমিত রয়েছে। অবশ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হলে এ বৈশ্বিক-মহামারির দ্রুত বিস্তার ঘটতে পারে।

/এসএস

মন্তব্য করুন