স্বেচ্ছা কোয়ারেন্টাইনে কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রী

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রাগোয়ার ট্রুডো।

প্রধানমন্ত্রীর অফিসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ডাক্তারের পরামর্শে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, বুধবার (১১ মার্চ) যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর মধ্যে সামান্য অসুস্থতার লক্ষণ দেখা যায়। এরপর থেকেই মূলত ট্রুডো ও তার স্ত্রী আইসোলেশনে আছেন।

এ অবস্থায় কিছু অনুষ্ঠান স্থগিত করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। কার্যালয়ে যাচ্ছেন না আপাতত। বিশেষ প্রয়োজনে আইসোলেশন থেকেই কাজ সারছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবেন।

প্রসঙ্গ, করোনাভাইরাসে এর আগে ইরানের সাবেক এক রাষ্ট্রদূত সহ রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত হয়েছেন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত  ৪৬৩৫জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ হাজার ৩১৩ জন। বিশ্বব্যাপী ১২৪টি দেশে ছড়িয়েছে মহামারি এ ভাইরাস। চিনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ১৫ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে যার মধ্যে ৮২৭ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় ১৯৬ জনের মৃত্যু হয়েছে।

/এসএস

মন্তব্য করুন