করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গুর ছোবল

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

দেশে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাদের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ২৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষ করে ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০১৯ সালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১ হাজার ৩৭ জন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হিসাব মতে, গত বছর ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। এদের মধ্যে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। বাকিরা ডেঙ্গুর পাশাপাশি আরো বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

এমএম/

মন্তব্য করুন