চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের রাখা হোটেল ধসে প্রায় ৭০ জন আটকা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে হোটেল ভবন ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। সেই হোটেলে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইন বা করোনা আক্রান্ত রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে। পাঁচতলা এই হোটেলটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। হোটেলটি ধসে যাওয়ার পর সেখান থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। ৭০ জন আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী। তবে কতোজন আহত বা নিহত হয়েছেন সেই ব্যাপারে এখনো জানা যায়নি।

ওই হোটেলের বিপরীত ভবনে বাস করা এক চীনা নাগরিক বলেন, আমি খাবার খেতে বসছিলাম। এমন সময় একটি বিকট আওয়াজ শুনতে পাই। আমি মনে করেছিলাম কিছু একটার বিস্ফোরণ হয়েছে। কিন্তু বারান্দায় ছুটে গিয়ে দেখি, পুরো হোটেল ভবনটি ধসে গেছে।

ওয়াইপি/পাবলকি ভয়েস

মন্তব্য করুন