করোনাভাইরাস: বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল বন্ধ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার বাংলাদেশসহ ৭টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কুয়েত। দেশগুলো হলো- মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত। গতকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে, চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।আরব টাইমস।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরও জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এবং যেসব কুয়েতের নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে।

প্রাণঘাতি করোনাভাইরাসে কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েত সরকার এই ভাইরাস প্রতিরোধে এখনই শক্ত ব্যবস্থা নিতে চায়। তারই অংশ হিসেবে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে কুয়েতগামীদের ‘করোনামুক্তি’র সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক করেছিল। দুদিন পর অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন