দিল্লি দাঙ্গার খবর প্রকাশ: কেরালার দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ ঘোষণা!

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

দিল্লি দাঙ্গার খবর প্রকাশের জেরে কেরালা রাজ্যের দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য  ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশের আলোকে Asianet News ও MediaOne TV চ্যানেলের খবর সম্প্রচার ৪৮ ঘন্টা স্থগিত ঘোষণা করা হয়। শনিবার এ খবর দিয়েছে কলকাতার বাংলা দৈনিক ‘সংবাদ প্রতিদিন’।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি হিংসার একপেশে খবর সম্প্রচারের অভিযোগ। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রোষের মুখে পড়ল কেরলের দুই টিভি চ্যানেল। এশিয়ানেট নিউজ (Asianet News) এবং মিডিয়াওয়ান টিভিকে (MediaOne TV) ৪৮ ঘণ্টার জন্য খবর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ ওই দুই চ্যানেল কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অভিযোগ, এশিয়ানেট নিউজ (Asianet News) এবং মিডিয়াওয়ান টিভি ১৯৯৪-এর কেবল টিভি নেটওয়ার্ক আইন ভেঙেছে। ওই আইন অনুযায়ী, কোনও ধর্মীয় স্থানে হামলা বা হিংসাত্বক কার্যকলাপে বা ধর্মীয় হিংসায় উসকানি দিতে পারে এমন কোনও খবর সম্প্রচার করতে পারে না।

কেন্দ্রের অভিয়োগ এই দুটি চ্যানেলই সেই গাইডলাইন মানেনি। যদিও বিরোধীদের দাবি, ওই চ্যানেলদুটি সরকার বিরোধী খবর সম্প্রচার করায় কেন্দ্রের রোষের মুখে পড়েছে।

এশিয়ানেট নিউজ সরাসরি দিল্লির হিংসার জন্য কেন্দ্র এবং হিন্দুত্ববাদীদের দায়ী করেছে। মিডিয়াওয়ানের বিরুদ্ধে অভিযোগ, এই হিংসার জন্য সরাসরি দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে তারা। এছাড়াও এই দুটি চ্যানেলই একটি ধর্মীয় স্থানে হামলার খবর সম্প্রচার করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিদ্ধান্তে ক্ষুব্ধ মিডিয়াওয়ান টিভি। চ্যানেলটির সম্পাদক জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। তাঁরা এই অগণতান্ত্রিক এবং বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন।

কেরালের শাসক ও বিরোধী দুই শিবিরই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের প্রশ্ন, ‘দুটি মালয়ালম চ্যানেল কীভাবে দিল্লির হিংসায় উসকানি দিতে পারে? এখনই এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে’।

/এসএস

মন্তব্য করুন