আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা: নিহত ৩২

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২০

আফগানিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন। শুক্রবার দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে আবদুল্লাহ নামে আফগান সরকারের একজন শীর্ষ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদে স্থান ত্যাগে সক্ষম হয়েছেন। খবর আল-জাজিরা ও নিউইয়র্ক টাইমসের।।

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পর আফগানিস্তানে যে শান্তির আশা করা হচ্ছিল তা এখন ক্রমেই নিভতে শুরু করেছে।

চুক্তির পর এরই মধ্যে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তালেবানের ওপরও হামলা দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র।

তবে শুক্রবারের হামলায় জড়িত থাকার বিষয়ে এখনও দায় স্বীকার করেনি তালেবান। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার।

তিনি জানান, ২৭টি মরদেহ ও ২৯ জন আহতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়।

যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির পর এটিই সব থেকে ভয়াবহ হামলা দেশটিতে। আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র ফ্রাইদুন কোয়াযন জানান, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ একটি রকেট এসে আঘাত হানে সেখানে। তবে আবদুল্লাহসহ অন্য বেশ কয়েকজন রাজনীতিবিদ অক্ষত অবস্থায় স্থান ত্যাগ করতে পেরেছেন।

ঘটনার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি একে মানবতার বিরুদ্ধে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন।

/এসএস

মন্তব্য করুন