করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়েছেন ৯১৩ জন; বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৯১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইরানে এ পর্যন্ত চার হাজার ৭৪৭ জন করোনাভাইরাসে আৃক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ইরানের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও সফলতার ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’।

‘হু’র একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছেন। তারা ইরানের কয়েকটি চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন।

‘হু’র জরুরি সেবা কার্যক্রমের আঞ্চলিক প্রধান রিচার্ড বেরনান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত শেষে বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য গত প্রায় ১৬ দিন ধরে সরকারের গৃহীত পদক্ষেপ, বেসরকারিভাবে গৃহীত স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি, সঠিক চিকিৎসা প্রদান প্রভৃতি ব্যাপক প্রশংসার দাবি রাখে।

রিচার্ড বেরনান আরো বলেছেন, সরকারিভাবে ব্যবস্থা নেয়া ছাড়াও ইরানের জনগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে যাতে ইরানের অন্যত্র এ ভাইরাস ছড়িয়ে না পড়ে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা বিশ্বব্যাপী অপ্রতুল হলেও ইরানের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ বিভাগ এ ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছে কারণ তা না হলে পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো ভয়াবহ হতে পারত।

উল্লেখ্য, চিনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চিন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৮৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বিশ্বে প্রায় ৯৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ৫৫ হাজারে বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত তিন হাজার ৩৮৩ জন এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

/এসএস

মন্তব্য করুন