

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে উত্তাল হয়েছে ইসলামি রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল দলসমূহ।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথক পৃথক কর্মসূচীতে আজ (৬ মার্চ) বা’দ জুমা সারাদেশ প্রকম্পিত হয়েছে মোদিবিরোধী মিছিলে।
দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন ও ভারতে মুসলিমবিরোধী আইন বাস্তবায়নের মূল কারিগর নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিভিন্ন ইসলামী সমমনা দলসমূহ।
ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এবং চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী সমমনা দলসমূহ বিশাল কর্মসূচী পালন করেছে।
ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামী সমমনা দলসমূহের মিছিলে নেতৃত্ব দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীসহ নেতৃবৃন্দরা।
অপরদিকে ঢাকার বায়তুল মোকাররমসহ দেশের ৬৪ জেলায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে মোদিবিরোধি বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় প্রোগ্রামের অংশ হিসেবে ঢাকার বায়তুল মোকাররমে মিছিলের নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম।
প্রতিটি বিক্ষোভ মিছিলেই বক্তারা নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়েছেন।
বিস্তারিত আসছে…