
আনাদোলু থেকে মহিন মুহসিন এর অনুবাদ: স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত মঙ্গলবার ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে এবং দিল্লির মুসলমানদের বিরুদ্ধে ‘সংগঠিত সহিংসতার’ সাম্প্রতিক ঘটনা নিয়ে তেহরানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
ইরানের রাষ্ট্রদূত আলী চেগেনির ব্যপারে বলা হয়েছে যে তিনি এমন একটি বিষয়ে মন্তব্য করেছিলেন যা কেবল ভারতের অভ্যন্তরীণ ব্যপার ।
প্রসঙ্গত দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী ভারতে ৫১ জন প্রাণহানির পাশাপাশি মুসলিমদের মাদরাসা, ঘরবাড়ি ও দোকান, পুড়িয়ে ফেলা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই মুসলমান।
নিহতদের মধ্যে ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে অনেকে এখনও ঝুঁকিমুক্ত নন। দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকে।
এমএম/পাবলিকভয়েস

