করোনা মোকাবিলায় বাইতুল্লায় বিশেষ কর্মসূচি উদ্বোধন করলেন শায়খ সুদাইস

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০
মসজিদ আল হারামে স্প্রে করছেন শায়খ সুদাইস

করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করেছেন মসজিদ আল হারামাইনের সভাপতি ও সৌদি গ্রান্ড মসজিদের (ক্বাবা) সম্মানিত খতিব শায়খ আব্দুর রহমান আস সুদাইস। এসময় হারাম শরীফের অন্যান্য ইমাম ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোমবার হারামাইনের অফিসিয়াল ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে প্রস্তুতির আওতায় সতর্কর্তামূলকভাবে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। যার মধ্যে মসজিদের দেয়ালে বিশেষ একটি ডিভাইস স্থাপন করা হয়েছে, যা মসজিদের মেঝের কার্পেট এবং দেয়ালে স্প্রে করবে। এছাড়াও দেয়ালে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ এ সতর্কর্তার আওতায় এখন থেকে দিনে কমপক্ষে ৬ বার হারামের মেঝে পরিস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জরুরী প্রয়োজনে আরো বেশি সংখ্যকবার প্রয়োজন হলে ধৌত করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে সৌদি সরকার বিদেশিদের জন্য ট্যুরিস্ট এবং ওমরাহ ভিসা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে। বাংলাদেশের ভিসা পাওয়া ওমরাহ হাজ্বিগণও এজন্য সৌদি যেতে পারছেন না। এতে করে আর্থিক ক্ষতিসহ পবিত্রভুমি সফরের সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছে দেশের হাজ্বিগণ। তবে সৌদি সরকার ঘোষণা দিয়েছেন হাজ্বিদের খরচকৃত অর্থ ফেরত দেওয়ার।

/এসএস

মন্তব্য করুন