
সিরিয়ার সরকার দেশের উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিবের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সানা জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য সামিরক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।
ওই সূত্র বলেছেন, যেকোনো বিমান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা লঙ্ঘন করলে তা শত্রুবিমান হিসেবে চিহ্নিত হবে এবং অবশ্যই ভূপাতিত করা হবে। সিরিয়ার সেনা অবস্থানে তুরস্ক যে হামলা চালিয়েছে তার নিন্দা করে সিরিয় সামরিক বাহিনী বলেছে, এ ধরনের তৎপরতার মাধ্যমে আংকারা সন্ত্রাসীদের রক্ষা করতে পারবে না।
এদিকে, তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা দাবি করেছে, ইদলিব প্রদেশে তুর্কি সেনারা সিরিয়ার একটি বিমান ভূপাতিত করেছে। কিন্তু সিরিয়া এ খবর অস্বীকার করে বলেছে, তারাই তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে।
এমএম/পাবলিকভয়েস

