করোনায় এবার ইরানি এমপির মৃত্যু: উপরাষ্ট্রপতিসহ আক্রান্ত শীর্ষ কয়েকজন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
Mohammad Ali Ramazani Dastak-মোহাম্মদ আলী রামাযানী দস্তক

সাবেক রাষ্ট্রদূত মৃত্যুর পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য মোহাম্মদ আলী রামাযানী দস্তক। আকান্ত হয়েছেন দেশটির উপরাষ্ট্রপতি, এমপিসহ শীর্ষ বেশ কয়েকজন রাষ্ট্রীয় উচ্চপদস্থ ব্যক্তি।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ শনিবার ওই এমপির মৃত্যুর খবর প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহী মারা যান।

এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার, উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ সদস্য মাহমুদ সাদেগির।

প্রতিবেদনে বলা হয়, একজন উপরাষ্ট্রপতি, উপস্বাস্থ্যমন্ত্রী এবং পাঁচজন এমপিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সংসদ বন্ধ এবং অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ৪৩ জনের মৃত্যু এবং ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এসএস

মন্তব্য করুন