
ইসমাঈল আযহার: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শনিবার মোবাইলে কথাপকথন করেছেন।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশের বর্তমান পরিস্থিতি ও আসাদ সরকারের বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহতের ব্যাপারে আলোচনা করেছেন এই দুই নেতা।
সূত্রের খবরের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান এবং পুতিন খুব দ্রুতই দ্বিপাক্ষিক বৈঠক করার সিদ্ধান্তে একমত হয়েছেন।
প্রসঙ্গত, সিরিয়ার ইদলিবে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওদিকে তুরস্ক এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নতুন করে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাল রাশিয়া।
ডেইলি অবলম্বনে ইসমাঈল আযহার

