
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৌদি আরব সরকার দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। আর একারণেই বাংলাদেশের পাঁচ হাজার আশেকান টিকেট কেটেও আল্লাহর ঘরের মেহমান হতে পারছেন না।
সৌদির আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করে। সাময়িক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করলেও তা কবে নাগাদ প্রত্যাহার করা হবে তা স্পষ্ট করেনি। এছাড়া আগামী হজ পালনে কোনো সমস্যা হবে কিনা তাও জানানো হয়নি।
সৌদি সরকারের এ আকস্মিক নিষেধাজ্ঞার ফলে বৃহস্পতিবার কয়েকশ’ ওমরা যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন। বিমানবন্দরে আসার পর তারা জানতে পারেন, তাদের ভিসা থাকা সত্ত্বেও সৌদি আরবে যেতে দেওয়া হবে না।
এর ফলে সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেও শেষ পর্যন্ত ওমরা ভিসাধারী ব্যক্তিরা কয়েক ঘণ্টা দুর্ভোগের পর দুঃখভারাক্রান্ত মন নিয়ে ফিরে যেতে বাধ্য হন।
সৌদি আরবের এই সিদ্ধান্ত হঠাৎ করেই জানার পর বিষয়টি নিয়ে দূতাবাসেও যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, ভিসা পাওয়া ব্যক্তিরাও আর আজ থেকে সৌদি আরবে যেতে পারবেন না।
এসব ওমরাহ ব্যক্তিরা হোটেল ভাড়াও আর ফেরত পাবেন কি না তার কোনও সম্ভাবনা নেই। তবে ওমরা ভিসাধারী যারা এজেন্সির মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের টাকা যতটুকু সম্ভব ফিরিয়ে দেওয়া হতে পারে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

