
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের অন্তত দুই সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার পোস্টে এ খবর জানায়।
টুইটে জানানো হয়েছে, সিরিয়ার বিমান হামলায় তুরস্কের আরও দুই সেনা আহত হয়েছে। তবে সিরিয়ার পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়নি। আজকের এই দুই সেনাসহ সিরিয়ার হামলায় এ পর্যন্ত তুরস্কের ১৮ সেনা নিহত হলো।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার বিমান হামলার পর দেশটির সরকারি বাহিনীর অবস্থানে তুর্কি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এছাড়া, সিরিয়ার তিনটি ট্যাংক দখল করেছে বলেও দাবি করেছে তুর্কি মন্ত্রণালয়।
আই.এ/

