ইসরাইলে বৃষ্টির মতো রকেট ছুড়ল ইসলামিক জিহাদ (ভিডিও)

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
প্রতীকী ছবি

ফিলিস্তিনে হামলার জবাবে ইসরাইলের ওপর বৃষ্টির মতো রকেট ছুড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলের দক্ষিণাঞ্চলে এসব রকেট ছোড়ে ইসলামিক জিহাদের যোদ্ধারা।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, ইসরাইলকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুড়েছে ফিলিস্তিন। এ সময় মোট ২১টি রকেট ছোড়ে তারা। ইসলামিক জিহাদের এসব রকেট হামলায় ভীত হয়ে পড়ে স্থানীয় ইসরাইলি বাসিন্দারা।

ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী জানায়, স্থানীয় সময় রবিবার রাত ১১টায় গাজা উপত্যকা থেকে রকেট হামলা শুরু করে ইসলামিক জিহাদ। এ সময় ছোড়া ২১টি রকেটের মধ্যে ১৩টি প্রতিরোধ করতে সক্ষম হয় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বাকি রকেটগুলো দেশটির অভ্যন্তরে আঘাত হানে।

ইসলামিক জিহাদের রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এমনকি কোনো ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করেনি তারা। তবে ইসলামিক জিহাদ বলছে, তাদের রকেট হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ দিকে ইসলামিক জিহাদের রকেট হামলার জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৬ জন নিহত হয় বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। যদিও ইসলামিক জিহাদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন