সিরিয়ায় দখলদার ইসরাইলের বিমান হামলায় নিহত ৬

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়া ও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। এতে ইসলামিক জিহাদের অন্তত ছয় যোদ্ধার প্রাণহানি ঘটেছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন বাহিনীর আরও কয়েকজন সদস্য।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামিক জিহাদকে লক্ষ্য করে দামেস্কের দক্ষিণাঞ্চল ও গাজা উপত্যকায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলি সেনারা। এবার যেসব স্থানে আক্রমণ চালানো হয়েছে সেগুলো মূলত ইসলামিক জিহাদের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

এ দিকে সিরীয় কর্তৃপক্ষ বলছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে ইসরাইলের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তা ছাড়া গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার বাহিনীটির এই হামলায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

অপরদিকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিবৃতির মাধ্যমে ইসলামিক জিহাদ জানায়, ইসরাইলের এই হামলায় তাদের ২ সদস্যের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে গত রবিবার গাজা থেকে ইসরাইলের দিকে অন্তত ২০টি রকেট ছোড়া হয়। তবে ভয়াবহ সেই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও লড়াইটি শুরু হয় মূলত রবিবার সকালের এক ঘটনাকে কেন্দ্র করে। সে দিন গাজা উপত্যকার সীমান্ত এলাকায় ইহুদি সেনারা বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনের এক যুবককে হত্যা ও দুজনকে গুরুতর আহত করেছিল। পরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ বুলডোজারের নিচে পিষে ফেলা হয়। তখন বুলডোজারে করে লাশটি ঝুলিয়ে নিয়ে যায় ইসরাইলি সেনারা।

পরবর্তীকালে এমন ঘটনার ভয়াবহ এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তেল আবিব বলছে, গাজার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই বেলুন ওড়ানোর চেষ্টা করছিল কয়েকজন যোদ্ধা। তখন ইসরাইলি সেনারা গিয়ে হামলাটি প্রতিহত করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গুলিবিদ্ধ ফিলিস্তিনি যুবকের মরদেহ উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত ফিলিস্তিনি গাজার ইসলামি জিহাদের সদস্য বলে সংগঠনটির পক্ষ থেকে এরই মধ্যে দাবি করা হয়েছে। যদিও সীমান্ত আইন লঙ্ঘনের মাধ্যমে নিরপরাধ ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনেছে সশস্ত্র সংগঠন হামাস।

আই.এ/

মন্তব্য করুন