
বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন রাসুল (স.) -এর বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
ভারতের এ ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা সায়্যিদ আসাদ মাদানীর ছেলে।
আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর জহুরুল ইসলাম সিটিতে অনুষ্ঠিতব্য আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসার) ইসলাহি জোড়ে অংশ নেবেন তিনি।
এ ইসলাহি জোড়ে মাওলানা মাহমুদ মাদানীর পিতা ও ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা ও দেশবরেণ্য ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করবেন।
আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মােহাম্মদ আলী দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের এ ইসলাহি জোড়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
আই.এ/

