করোনাভাইরাস: তাইওয়ানে একজনসহ চিনে রোববার মারা গেছে ১০৫ জন

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

করোনাভাইরাসের মৃতের সংখ্যা দিন দিন হু হু করে বাড়তেছে। গতকাল রোববার অন্তত ১০৬ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে। শুধুমাত্র চিনেই গতকাল ১০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তাইওয়ানে ১জন মারা গেছে। তাইওয়ানে এই প্রথম করোনাভাইরাসে কেউ মারা গেলো।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শনিবার আরও ২ হাজার ৪৮ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে চিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জনে।

রোববার চিনে যে ১০৫ জনের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই ঘটেছে হুবেই প্রদেশে। এই হুবেই প্রদেশের উহান শহর থেকেই গতবছরের শেষে নভেল করোনাভাইরাস ছড়াতে শুরু করে।

রোববার তাইওয়ানে একজন মারা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। সেখানে এ ভাইরাসে এটাই প্রথম মৃত্যু। চিনের মূল ভূখণ্ডের বাইরে এর আগে হংকং, এবং ফিলিপিন, ফ্রান্স ও জাপানে চারজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত।

করোনাভাইরাস এখন শুধু চিনেই নয়; বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করলে এই রোগ অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন।

/এসএস

মন্তব্য করুন