ইহুদিবাদী ইসরাইলে রকেট হামলা চালাল হামাস

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ইহুদিবাদী ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই হামলা চালায় তারা। ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, তেল আবিবকে লক্ষ্য করে দুটি রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে আঘাত হানে এগুলো।

ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী দাবি করেছে, ইসরাইলের অভ্যন্তরে আঘাত হানা রকেট দুটি ফাঁকা জায়গায় পড়েছে। এ কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ দিকে রকেট হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি ইসরাইলের বিমান হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিমান হামলা সম্পর্কে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামাস যতদিন হামলা চালিয়ে যাবে ততদিন তাদের ওপর পাল্টা হামলা হবে।

গত কয়েকদিন ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। রকেট হামলা ও বিস্ফোরকভর্তি বেলুন হামলাও কমে গিয়েছিল অনেক। তবে শনিবার আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ দিন রকেট হামলার পাশাপাশি ইসরাইলে বিস্ফোরকভর্তি বেলুন হামলাও হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন