ইয়েমেনে সৌদি জোটের হামলা; লাশের মিছিলে যোগ ৩০

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। গতকাল শনিবার দেশটির আল জওফ প্রদেশে হামলাটি হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। খবর আল-জাজিরা।

খবরে বলা হয়, গত শুক্রবার ইয়েমেনের ওই এলাকাতেই একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল হুথি বিদ্রোহীরা। তার প্রতিশোধ নিতেই সৌদি জোট এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। আল জওফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার সৌদি জোটের বিমানগুলো আল-মাসলুব এলাকায় অন্তত আটবার হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ নিহত হয়েছে অন্তত ৩০ জন।

এদিকে, রয়টার্স জানায়, গত শুক্রবার হুথিরা সৌদি বিমান ভূপাতিত করার যে দাবি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আর সৌদি প্রশাসন পাল্টা হামলার বিষয়ে কিছু জানায়নি।

শুক্রবার হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার জানিয়েছেন, আল জওফে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরপর সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি দাবি করেন, তাদের যুদ্ধবিমানটি কোনো ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়নি। সেটি নিজেই বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্তের কারণ তারা জানেন না।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীরা। এর পর দেশটির প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে গিয়ে সাহায্য চান। তার পরই হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী।

এমএম/

মন্তব্য করুন