
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন সারা বিশ্বের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।
এখনো প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি কোথা থেকে সে রহস্য উন্মোচন করতে পারেননি গবেষকরা। এর মধ্যেই রহস্যময় এক ভাইরাসের খোঁজ মিলেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ব্রাজিলে। এর নাম ‘ইয়ারা’ ভাইরাস। খবর ‘ডেইলি মেইল’।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ারা ভাইরাস আগে কখনোই দেখা যায়নি। তাই এই ভাইরাসকে ঘিরে জন্ম নিয়েছে নানান প্রশ্ন। ব্রাজিলের ফেডেরাল ইউনিভার্সিটিতে এই ভাইরাসটি নিয়ে গবেষণা চলছে। এই ভাইরাসের সঙ্গে কীসের সম্পর্ক আছে, তা বিজ্ঞানীদের কাছে এখনো অস্পষ্ট। আর এ কারণে জন্ম নিয়েছে আতঙ্ক।
জানা গেছে, ‘ইয়ারা’ ভাইরাসের নামকরণ হয়েছে এক পৌরাণিক মৎস্যকন্যার নামে। আর ভাইরাসটির ৯০ শতাংশই গবেষকদের কাছে সম্পূর্ণ অপরিচিত। এ দিকে, কতজন রহস্যময় ‘ইয়ারা’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে ব্রাজিল এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি।
আই.এ/

