করোনা ভাইরাসের নতুন নাম দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেনেভায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভাইরাসটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়। নতুন নাম দেওয়া হয় COVID-19।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আদহানম করোনা ভাইরাসের নতুন নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন ভাইরাসটি এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে।

এ নামের ব্যাখ্যায় তেদরোস আদহানম বলেন, ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) বোঝানো হয়েছে। আর 19 দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, করোনা ভাইরাসের কোনো নাম না থাকায় চীনের বাসিন্দারা এর উৎপত্তিস্থল উহানের নামে একে ডাকা শুরু করে। আর এ নাম উহানের বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

এরপরই করোনা ভাইরাসের নামকরণ করে চীন। ভাইরাসটিকে ‘নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া’ নামে ডাকা হবে বলে জানায় তারা। এছাড়া সংক্ষেপে একে এনসিপি নামেও ডাকা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, চীনে এখন পর্যন্ত ভয়াবহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৬ জনে পৌঁছেছে। এছাড়া দেশটিতে সবমিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ হাজারে পৌঁছেছে।

বর্তমানে চীন ছাড়াও থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে।

আই.এ/

মন্তব্য করুন