আমি সবার কষ্ট দেখেছি, তাদের জন্য কাজ করতে চাই : নায়ক ফারুক

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
নায়ক ফারুক

পাবলিক ভয়েস: ‘আগে মনে করতাম গুলশান, ক্যান্টনমেন্ট, ভাষানটেক এলাকায় বেশী কাজ করা লাগবে না। আমি নিজের এলাকা ঘুরেছি। পায়ে হেঁটে নিজ এলাকার মানুষের কষ্ট দেখেছি, তাদের জন্য কাজ করতে চাই। অনেক কাজ করার সুযোগ রয়েছে এখানে। এই এলাকার নৌকা যেহেতু আমার, কাজ আমাকেই করতে হবে।’-কথাগুলো বলছিলেন ঢাকা – ১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

১৩ জানুয়ারি সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় বিনোদন সাংবাদিকদের মিলনমেলার আয়োজন করেন। সেখানেই মতবিনিময়কালে তিনি এমন কথা বলেন। নায়ক ফারুক মনে করেন নির্বাচনে জয়লাভের জন্য তার চিত্রনায়ক পরিচিতি ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে শুধু সিনেমার জন্য নয়, দীর্ঘদিন রাজনীতি করার জন্যই মনোনয়ন পেয়েছেন তিনি।

চিত্র নায়ক ফারুক বলেন, ‘শুধু সিনেমার মানুষ হিসেবে আমি সংসদে যাইনি। রাজনীতির মানুষ হিসেবে সংসদে গেছি। দল থেকে আমাকে দলের ও দেশের কাজ করার সুযোগ দিয়েছে। মানুষের কাজ করতেই এমপি হয়েছি। আমি আমার নির্বাচনি এলাকার জন্য কাজ করবো। এছাড়াও চলচ্চিত্রের মানুষ হিসেবে চলচ্চিত্রের কথা তো বলবোই।’

ফারুকের নির্বাচনী প্রচারণায় বিনোদন সাংবাদিকরা কার্যকর ভূমিকা রেখেছেন বলেও মনে করেন তিনি। সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিঞা ভাই।

মন্তব্য করুন