
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপন করা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রতিবাদে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। খবর ‘আল-জাজিরা’।
খবরে বলা হয়, প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন। এ সময় তারা মার্কিনবিরোধী নানা স্লোগান দেন।
জানা গেছে, মার্কিন দূতাবাসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেন। সাধারণ জনগণের পাশাপাশি জর্ডানের কয়েকজন সংসদ সদস্যও যোগ দেন এই মিছিলে। রাজধানী আম্মান ছাড়াও আল-জার্ক এবং আজলুন প্রদেশেও বিক্ষোভ হয়েছে।
গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ।
ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেমের আল-কুদস শহরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের।
আই.এ/

