আজ সিলেট যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন আজ। ঘোষিত তিন দফা আন্দোলনের কর্মসূচির প্রথম ধাপ হিসেবে তারা সিলেটে যাচ্ছেন।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের বালাগঞ্জ যাত্রা করবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এরপর দুপুরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় ঐক্যফ্রন্টের নেতারা সিলেট এসে প্রথমে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে যাবেন।

জানা গেছে, এই সফরের মাধ্যমে ঐক্যফ্রন্ট তাদের তিন দফা কর্মসূচি শুরু করছে।

সফরকারী টিমে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গনফোরাম নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। ধারাবাহিক ভাবে দেশের অন্যান্য  নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তারা।

প্রসঙ্গত: গত ৮ জানুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচির সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা।

মন্তব্য করুন