এখন আর কেউ ‘মফিজ’ বলে না : সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

পাবলিক ভয়েস : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এই অঞ্চলের মানুষ অভাব-পীড়িত ছিল। একসময় এই অঞ্চলের মানুষকে ‘মফিজ’ বলা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সেই দুর্নাম ঘুচিয়েছেন। এখন আর কেউ আমাদের ‘মফিজ’ বলে না।

আজ রোববার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ হল রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করবেন না। সংবাদিকরা সমাজের দর্পণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা চাই। আমি এই জেলার সন্তান, সবাইকে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়ে জেলাবাসীকে সম্মানিত করেছেন। তাই আমি কাজের মাধ্যমে এর প্রতিদান দিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, পৌর মেয়র রিয়াজুল হক রিন্টু প্রমুখ।

মন্তব্য করুন