দুই সিটিতে মেয়র পদে লড়ছেন যারা; দেখে নিন আরো একবার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

দিন পেরিয়ে রাত পোহালেই শুরু হবে ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশনের নির্বাচনী মহারণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ৯টি রাজনৈতিক দলের মোট ১৩জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে দক্ষিণে ৭জন এবং উত্তরে ৬জন। উত্তরে জাপার প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়নি।

দুই সিটি নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ-বিএনপির বাইরে দুই সিটিতেই প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ  ও এনপিপি।

দক্ষিণের প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব আব্দুর রহমান, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, এনপিপির বাহারানে সুলতান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান।

উত্তরে প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান এবং সিপিবির আহম্মেদ সাজ্জাদুল হক। স্থানীয় ভোটাও না হওয়ায় উত্তরে জাপা প্রার্থী জিএম কামরুল ইসলাম এর মনোনয়ন বৈধতা পায়নি।

ওয়ার্ড ও ভোটার সংখ্যা:

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ১৮, মোট ভোট কেন্দ্র ১৩১৮, মোট ভোটকক্ষের সংখ্যা ৭৮৪৬, মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও মহিলা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন রয়েছেন।

দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ২৫, মোট ভোট কেন্দ্র ১১৫০, মোট ভোট কক্ষের সংখ্যা ৬৫৮৮, মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন ও মহিলা ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন রয়েছেন।

/এসএস

মন্তব্য করুন